হজ প্যাকেজে সাশ্রয়, হাজীদের ফেরত যাচ্ছে ৯ কোটি টাকা
অনলাইন ডেস্কঃ চলতি বছরের হজ ব্যবস্থাপনায় ব্যয়ের হিসাব চূড়ান্ত করে সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজীকে প্রায় ৯ কোটি টাকা ফেরত দেবে সরকার। রোববার (১৩ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, বাড়িভাড়া ও সার্ভিস চার্জে কিছুটা সাশ্রয় হওয়ায় হজ প্যাকেজের নির্ধারিত অর্থের চেয়ে কম খরচ হয়েছে। ফলে প্যাকেজের উদ্বৃত্ত অর্থ হাজীদের কাছে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একটি ভালো উদ্যোগ ও সাধুবাদ
0 Comments