Header Ads Widget

Responsive Advertisement

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ২০% পাল্টা শুল্ক

 


যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ একাধিক দেশের আমদানিকৃত পণ্যের ওপর নতুন পাল্টা শুল্ক আরোপ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্ত দেন। বাংলাদেশি পণ্যে এখন থেকে ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হবে, যা পূর্বে প্রস্তাবিত ৩৫ শতাংশের চেয়ে ১৫ শতাংশ কম।

এই আদেশটি হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, যেখানে পাকিস্তান (১৯%), ভারত (২৫%), মিয়ানমার (৪০%) ও শ্রীলঙ্কা (২০%) সহ আরও কয়েকটি দেশের ওপর নতুন শুল্কহারও নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বিশ্বব্যাপী বাণিজ্য ঘাটতির কারণ দেখিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশি পণ্যে প্রথমে ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হলেও পরে তা স্থগিত করে আলোচনা চালাতে ৩১ জুলাই পর্যন্ত সময় দেয় ওয়াশিংটন।

এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে তিন দিনের আলোচনায় অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

বর্তমানে বাংলাদেশি রপ্তানিকারকদের যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে গড়ে মোট ৩৫ শতাংশ শুল্ক (পুরোনো ১৫% + নতুন পাল্টা ২০%) দিতে হবে।


Post a Comment

0 Comments