শিক্ষার পরিবেশ রক্ষায় স্কুলে মোবাইল-মোটরসাইকেল নিষিদ্ধ
অনলাইন ডেস্কঃ
মহেশপুরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মোবাইল ফোন ও মোটরসাইকেল স্কুলে আনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার বুধবার (৩০ জুলাই) উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় এই নির্দেশনা জারি করেন।
প্রশাসনের পর্যবেক্ষণে উঠে এসেছে, অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে পাঠদান চলাকালেও মোবাইল ফোনে ব্যস্ত থাকে। কেউ কেউ সময় কাটাচ্ছে টিকটক, রিলস কিংবা অনলাইন গেমসে। এর ফলে শুধু শিক্ষা পরিবেশই বিঘ্নিত হচ্ছে না, নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতা।
নিষেধাজ্ঞার পরপরই উপজেলার বিভিন্ন স্কুলে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের প্রযুক্তি আসক্তি থেকে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রশাসন খেলাধুলার সামগ্রীও বিতরণ করছে।
শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রযুক্তি আসক্তি কমাতে প্রশাসনের উদ্যোগ।
0 Comments