Header Ads Widget

Responsive Advertisement

ঢাকায় একাধিক সমাবেশ, ডিএমপির HSC ও BCS পরীক্ষার্থীদের সময়মতো বের হওয়ার আহ্বান


অনলাইন ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আগামীকাল রবিবারের (৩ আগস্ট) জন্য পরীক্ষার্থীদের বাড়তি সময় নিয়ে বাসা ছাড়ার পরামর্শ দিয়েছে। এইচএসসি, সমমান ও বিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশে শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রবিবার রাজধানীর বিভিন্ন স্থানে রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির কারণে কিছু এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ‘ছাত্র সমাবেশ’ শাহবাগ মোড়ে, এনসিপির জনসমাবেশ শহীদ মিনারে এবং সাইমুম শিল্পীগোষ্ঠীর 'জুলাই জাগরণ' অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে।

এ সকল আয়োজনে অতিরিক্ত যানজটের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকাগুলো এড়িয়ে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Post a Comment

0 Comments