সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠছে এশিয়া কাপের ১৭তম আসর

 মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। এবারের টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে (২০ ওভার), মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে।

অংশগ্রহণকারী দল

মোট দল খেলবে এবারের এশিয়া কাপে।

গ্রূপ : ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান

গ্রূপ বি: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং

টুর্নামেন্ট কাঠামো

সেপ্টেম্বর আবু ধাবিতে উদ্বোধনী ম্যাচ (আফগানিস্তান বনাম হংকং)

১৯ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্ব।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দল সুপার ফোরে উঠবে।

সুপার ফোরে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে।

সেরা দুই দল যাবে ফাইনালে।

২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ফাইনাল।

ম্যাচ সংখ্যা সময়সূচি

মোট ১৯টি ম্যাচ

আবু ধাবিতে ৮টি, দুবাইয়ে ১১টি।

১৮টি ম্যাচ রাত :৩০টায়, ১টি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

 এশিয়া কাপে পূর্ববর্তী রেকর্ড

ভারত: বার চ্যাম্পিয়ন (সর্বশেষ ২০২৩ সালে)

শ্রীলঙ্কা: বার চ্যাম্পিয়ন।

পাকিস্তান: বার চ্যাম্পিয়ন (সর্বশেষ ২০১২ সালে)

বাংলাদেশ: বার ফাইনাল খেলেও শিরোপাহীন (২০১২, ২০১৬, ২০১৮)

 প্রাইজ মানি

চ্যাম্পিয়ন দল: লাখ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় কোটি ৮২ লাখ)

রানার্স-আপ দল: দেড় লাখ মার্কিন ডলার।

গ্রূপ সমূহ

গ্রূপ ‘’ : ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান

গ্রূপ ‘বি’ : বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং



গ্রূপ পর্ব
তারিখ ম্যাচ সময় স্থান
৯ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম হংকং রাত ৮:৩০ আবু ধাবি
১০ সেপ্টেম্বর ভারত বনাম আরব আমিরাত রাত ৮:৩০ দুবাই
১১ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম হংকং রাত ৮:৩০ আবু ধাবি
১২ সেপ্টেম্বর পাকিস্তান বনাম ওমান রাত ৮:৩০ দুবাই
১৩ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা রাত ৮:৩০ আবু ধাবি
১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান রাত ৮:৩০ দুবাই
১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমান সন্ধ্যা ৬টা আবু ধাবি
১৫ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম হংকং রাত ৮:৩০ দুবাই
১৬ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম আফগানিস্তান রাত ৮:৩০ আবু ধাবি
১৭ সেপ্টেম্বর পাকিস্তান বনাম আরব আমিরাত রাত ৮:৩০ দুবাই
১৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান রাত ৮:৩০ আবু ধাবি
১৯ সেপ্টেম্বর ভারত বনাম ওমান রাত ৮:৩০ আবু ধাবি

 সুপার ফোর পর্ব

তারিখ ম্যাচ সময় স্থান
২০ সেপ্টেম্বর বি১ বনাম বি২ রাত ৮:৩০ দুবাই
২১ সেপ্টেম্বর এ১ বনাম এ২ রাত ৮:৩০ দুবাই
২৩ সেপ্টেম্বর এ২ বনাম বি১ রাত ৮:৩০ আবু ধাবি
২৪ সেপ্টেম্বর এ১ বনাম বি২ রাত ৮:৩০ দুবাই
২৫ সেপ্টেম্বর এ২ বনাম বি২ রাত ৮:৩০ দুবাই
২৬ সেপ্টেম্বর এ১ বনাম বি১ রাত ৮:৩০ দুবাই

ফাইনাল

তারিখ ম্যাচ সময় স্থান
২৮ সেপ্টেম্বর ফাইনাল রাত ৮:৩০ দুবাই


 

 

Post a Comment

0 Comments