ভারতীয় টেক্সটাইল ও পোশাক খাত বড় ধরনের আর্থিক ধাক্কার মুখে পড়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ২৫ শতাংশ ইতোমধ্যে কার্যকর হয়েছে এবং বাকি অংশ ২৮ আগস্ট থেকে কার্যকর হবে।
এই সিদ্ধান্তের ফলে, ওয়েলস্পান লিভিং, গোকালদাস এক্সপোর্টস, ইন্ডো কাউন্ট ও ট্রাইডেন্টের মতো ভারতের শীর্ষস্থানীয় রপ্তানিকারকরা তাদের ৪০-৭০ শতাংশ যুক্তরাষ্ট্রনির্ভর বিক্রিতে বড় ধরনের হ্রাসের শঙ্কা করছেন। রপ্তানিকারকরা জানিয়েছেন, মার্কিন ক্রেতারা ইতোমধ্যেই ই-মেইল ও চিঠির মাধ্যমে চালান স্থগিত করতে বলেছে এবং অতিরিক্ত খরচ ভাগাভাগিতে অস্বীকৃতি জানিয়েছে।
এই শুল্কের কারণে রপ্তানি ব্যয় ৩০-৩৫ শতাংশ বেড়ে যেতে পারে এবং অর্ডার ৪০-৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে ভারতের সম্ভাব্য ক্ষতি দাঁড়াতে পারে ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।
ভারতের দাবি, তারা রাশিয়া থেকে তেল আমদানি করছে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিবেচনায়, যেখানে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই শুল্ককে “অন্যায্য, অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক” হিসেবে উল্লেখ করেছে।
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম টেক্সটাইল রপ্তানিকারক দেশ হিসেবে ভারত আশঙ্কা করছে, এই পরিস্থিতিতে তারা বাংলাদেশের মতো প্রতিদ্বন্দ্বী দেশের কাছে যুক্তরাষ্ট্রের অর্ডার হারাতে পারে, যাদের ওপর বর্তমানে ২০ শতাংশ হারে শুল্ক আরোপ রয়েছে।
0 Comments