১০ মে: ইতিহাসে এই দিনে
মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ ঘটনা। তার মধ্যে কিছু স্মরণীয় ঘটনা ও বেক্তিত্ব বিশেষ ভাবে উল্লেখযোগ্য। সেগুলোর কিছুএখানে তুলে ধরা হলো:
১৫৩৪ – ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার কানাডার উপকূল আবিষ্কার করেন।
১৭৭৩ – ব্রিটিশ পার্লামেন্ট "টি অ্যাক্ট" পাস করে, যা আমেরিকায় বস্টন টি পার্টির দিকে নিয়ে যায়।
২০০২ – এফবিআই এজেন্ট রবার্ট হ্যানসেন রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।
১৭৭৫ – এথান অ্যালেন ও বেনেডিক্ট আর্নল্ড নিউ ইয়র্কের ফোর্ট টাইকনডেরোগা দখল করেন।
১৮৬৩ – আমেরিকান গৃহযুদ্ধের সময় কনফেডারেট জেনারেল "স্টোনওয়াল" জ্যাকসন মারা যান।
১৮৬৫ – কনফেডারেট প্রেসিডেন্ট জেফারসন ডেভিস জর্জিয়ায় ইউনিয়ন বাহিনীর হাতে আটক হন।
১৮৬৯ – যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে সম্পন্ন হয় "গোল্ডেন স্পাইক" স্থাপনের মাধ্যমে।
১৯২৪ – জে. এডগার হুভার এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৯৩৩ – জার্মানিতে নাৎসি সরকার প্রায় ২৫,০০০ "অ-জার্মান" বই পুড়িয়ে ফেলে।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ আক্রমণ করে; একই দিনে উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।
১৯৪১ – হিটলারের উপ-নেতা রুডলফ হেস স্কটল্যান্ডে প্যারাশুটে অবতরণ করে শান্তি আলোচনা করতে যান, তবে তাকে আটক করা হয়।
১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
১৯০৫ – ওকলাহোমার স্নাইডার শহরে একটি বিধ্বংসী টর্নেডো আঘাত হানে, এতে ৯৭ জন নিহত হন।
জন্ম
মৃত্যু
১৮৬৩ – জেনারেল "স্টোনওয়াল" জ্যাকসন, আমেরিকান গৃহযুদ্ধের কনফেডারেট নেতা।

0 Comments