১০ মে: ইতিহাসে এই দিনে

মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে প্রতি মুহূর্তে ঘটে চলেছে অসংখ ঘটনা।  তার মধ্যে কিছু স্মরণীয় ঘটনা ও বেক্তিত্ব  বিশেষ ভাবে উল্লেখযোগ্য।  সেগুলোর কিছুএখানে তুলে ধরা হলো:

১৫৩৪ – ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার কানাডার উপকূল আবিষ্কার করেন। 

১৭৭৩ – ব্রিটিশ পার্লামেন্ট "টি অ্যাক্ট" পাস করে, যা আমেরিকায় বস্টন টি পার্টির দিকে নিয়ে যায়।

২০০২ – এফবিআই এজেন্ট রবার্ট হ্যানসেন রাশিয়ার জন্য গুপ্তচরবৃত্তির দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন।

১৭৭৫ – এথান অ্যালেন ও বেনেডিক্ট আর্নল্ড নিউ ইয়র্কের ফোর্ট টাইকনডেরোগা দখল করেন।

১৮৬৩ – আমেরিকান গৃহযুদ্ধের সময় কনফেডারেট জেনারেল "স্টোনওয়াল" জ্যাকসন মারা যান।

১৮৬৫ – কনফেডারেট প্রেসিডেন্ট জেফারসন ডেভিস জর্জিয়ায় ইউনিয়ন বাহিনীর হাতে আটক হন। 

১৮৬৯ – যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সকন্টিনেন্টাল রেলওয়ে সম্পন্ন হয় "গোল্ডেন স্পাইক" স্থাপনের মাধ্যমে।

১৯২৪ – জে. এডগার হুভার এফবিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

৯৩৩ – জার্মানিতে নাৎসি সরকার প্রায় ২৫,০০০ "অ-জার্মান" বই পুড়িয়ে ফেলে।

১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি বেলজিয়াম, নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গ আক্রমণ করে; একই দিনে উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী হন।

১৯৪১ – হিটলারের উপ-নেতা রুডলফ হেস স্কটল্যান্ডে প্যারাশুটে অবতরণ করে শান্তি আলোচনা করতে যান, তবে তাকে আটক করা হয়।

১৯৯৪ – নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।

১৯০৫ – ওকলাহোমার স্নাইডার শহরে একটি বিধ্বংসী টর্নেডো আঘাত হানে, এতে ৯৭ জন নিহত হন।

জন্ম  

১৯৭৭নিক হেইডফেল্ড, জার্মান ফর্মুলা ওয়ান রেসার।

মৃত্যু   

১৭৭৪ফ্রান্সের রাজা লুই পঞ্চদশ।

১৮৬৩জেনারেল "স্টোনওয়াল" জ্যাকসন, আমেরিকান গৃহযুদ্ধের কনফেডারেট নেতা।

 

Reference: AP News Wikipedia