জাতিসংঘ সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব ব্যাপক সমর্থনে গৃহীত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ফ্রান্স ও সৌদি আরবের উত্থাপিত ‘নিউইয়র্ক ঘোষণা’র পক্ষে ভোট দেয় ১৪২টি দেশ, বিপক্ষে ভোট পড়ে মাত্র ১০টি, আর বিরত থাকে ১২টি দেশ।
প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাস হামলার নিন্দা জানানো হলেও গাজায় ইসরাইলের অবরোধ, বিমান হামলা এবং মানবিক বিপর্যয়েরও তীব্র সমালোচনা করা হয়েছে। একইসঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফিলিস্তিন ও ইসরাইলের জন্য দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।
ঘোষণাটি ইসরাইল প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একে "বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাস" বলে মন্তব্য করেন। অন্যদিকে, হামাস প্রস্তাবটিকে স্বাগত জানিয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এটি একটি "গুরুত্বপূর্ণ পদক্ষেপ" বলে উল্লেখ করেছে এবং আসন্ন জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে কয়েকটি দেশ স্বীকৃতি দিতে পারে বলে আশা প্রকাশ করেছে।
জাতিসংঘ বলেছে, তারা প্রস্তাব বাস্তবায়নে অটল থাকবে এবং বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে দ্বি-রাষ্ট্র সমাধানের পথে কাজ করার আহ্বান জানিয়েছে।

0 Comments