Header Ads Widget

Responsive Advertisement

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরুদ্ধ, ছত্রভঙ্গ করল পুলিশ ও সেনাবাহিনী

 গাজীপুরে শ্রমিক বিক্ষোভে মহাসড়ক অবরুদ্ধ,ছত্রভঙ্গ করল পুলিশ ও সেনাবাহিনী

 গাজীপুরের শ্রীপুরে চুক্তিভিত্তিক পাওনা ও ১০ দফা দাবিতে বিক্ষোভ করেছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা। রোববার সকাল সাড়ে ৬টা থেকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালায়। সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

Post a Comment

0 Comments