নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটনে গত জুলাইয়ে বন্দুকধারীর গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারে এসেছে নতুন অতিথি। রোববার (১৮ আগস্ট) স্ত্রী জামীলা ইসলাম তৃতীয় সন্তানের জন্ম দেন।
সোমবার এক্স-এ দেওয়া পোস্টে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ এ খবর জানান। তিনি লেখেন, “বেদনার মাঝেও নতুন জীবনের আলো ফুটল। গত রাতে দিদারুল ইসলামের স্ত্রী তাঁদের পুত্রসন্তান আরহামের জন্ম দিয়েছেন।”
গত ২৮ জুলাই ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে ঘটে ওই ভয়াবহ বন্দুক হামলা। অফিস ভবনের লবি ও ওপরতলায় চালানো গুলিতে নিহত হন চারজন। তাঁদের মধ্যে দায়িত্বে না থাকা অবস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামও ছিলেন।
0 Comments