টানা ভারী বর্ষণে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই অচল হয়ে পড়েছে। শহরের অধিকাংশ এলাকায় কোমর পর্যন্ত পানি জমে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। চার দিনে রেকর্ড ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক মাত্রার তুলনায় অনেক বেশি।
বর্ষণজনিত দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবহন খাতেও ভয়াবহ প্রভাব পড়েছে—রাতের নির্ধারিত লোকাল ট্রেন সকালে ছাড়তে হয়েছে, আর সকালের ট্রেনগুলো বিলম্বিত হচ্ছে। লোকাল স্টেশনগুলোতে ভিড় জমেছে হাজারো যাত্রীর।
আন্তর্জাতিক বিমানবন্দরেও পরিস্থিতি স্বাভাবিক নেই। টানা কয়েক দিনে প্রায় ৫০টি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। সবমিলিয়ে কয়েক লাখ মানুষের জীবন-জীবিকা স্থবির হয়ে পড়েছে মুম্বাইয়ে।
0 Comments