রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি’র ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। এ ছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চলমান শুনানি আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। একই সঙ্গে ভোটকেন্দ্র নির্ধারণের কাজও চলছে।

রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে শনিবার সকাল ১০টায়  নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন সিইসি।

Post a Comment

0 Comments