আকাশপথে গাজায় ত্রাণ পাঠাল জর্ডান-আমিরাত
অনলাইন ডেস্কঃ রোববার জর্ডানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার বিভিন্ন অঞ্চলে ২৫ টন খাদ্য ও মানবিক ত্রাণ ফেলেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। এ অভিযানে অংশ নেয় জর্ডানের দুটি সি-১৩০ বিমান এবং আমিরাতের একটি বিমান।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজায় চলমান যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত ১২৭ বার আকাশ থেকে ত্রাণ সরবরাহ করেছে জর্ডান। তবে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর দাবি, বিমান থেকে সরবরাহ করা এই ত্রাণ গাজার সংকট মোকাবেলায় যথেষ্ট নয়।
0 Comments