নিয়োগপদ্ধতি নিয়ে দ্বিমত, বৈঠক থেকে বিএনপির সাময়িক ওয়াকআউট
অনলাইন ডেস্কঃ সাংবিধানিক চার প্রতিষ্ঠানের নিয়োগ পদ্ধতি সংবিধানে যুক্ত করার বিষয়ে আলোচনায় আপত্তি জানিয়ে বৈঠক থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপে এই ঘটনা ঘটে।আলোচনার শুরুতেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৈঠক কক্ষ ত্যাগ করেন। দলটি আগেই জানিয়ে দিয়েছিল, সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত সংবিধান সংশোধনের আলোচনায় তারা অংশ নেবে না।
তবে কিছু সময় পরে বিএনপির প্রতিনিধি দল আবার আলোচনায় ফিরে আসে এবং সংলাপে অংশ নেয়।
0 Comments