Header Ads Widget

Responsive Advertisement

দুর্ঘটনায় গুরুতর আহত রেসার অভিক আনোয়ার


মালয়েশিয়ায় রেস দুর্ঘটনায় গুরুতর আহত অভিক আনোয়ার


 

বাংলাদেশের মোটরস্পোর্টসের পথিকৃৎ ও অন্যতম সফল রেসার অভিক আনোয়ার মালয়েশিয়ার সেপাং ইন্টারন্যাশনাল সার্কিটে একটি ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার অনুষ্ঠিত একটি রেস চলাকালীন তার গাড়িটি মারাত্মকভাবে দুর্ঘটনার শিকার হয়।

অভিকের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, "রেস চলাকালীন গাড়ি দুর্ঘটনায় পড়ে অভিক বর্তমানে চিকিৎসাধীন। তার বিভিন্ন মেডিকেল পরীক্ষা চলছে। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।" 

দুর্ঘটনার আগেই শনিবার সকালে একটি আশাব্যঞ্জক পোস্টে অভিক লিখেছিলেন, "গতকালের কোয়ালিফাইং ল্যাপে আমি পি-৪ পেয়েছি। যদি টার্ন ৫ এবং টার্ন ৬-এ গাড়িটি হঠাৎ স্লাইড না করত, তাহলে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। ইনশাআল্লাহ, আগামীকাল বাংলাদেশের জন্য পোডিয়ামে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।"

৩৯ বছর বয়সী অভিক আনোয়ার আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন বহুবার। গত বছরের ডিসেম্বরেই তিনি বিশ্বের সবচেয়ে পুরনো ট্যুরিং কার রেসে প্রথমবার অংশ নিয়ে দুবাইয়ের অটোড্রোমে দুটি রেসে পোডিয়ামে উঠে সাফল্য অর্জন করেন।



 

Post a Comment

0 Comments