গাজায় খাদ্য সংকট চরমে, অপুষ্টিতে মৃত্যু বেড়ে ১২২
অনলাইন ডেস্কঃ গাজায় খাদ্য সংকট দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, প্রায় এক তৃতীয়াংশ গাজাবাসী প্রতিদিন অভুক্ত থাকছে। শিশু ও নারীদের মধ্যে অপুষ্টি আশঙ্কাজনক হারে বাড়ছে, যেখানে প্রায় ৯০ হাজার নারী ও শিশু জরুরি চিকিৎসা সহায়তার অপেক্ষায়।
চলতি সপ্তাহে অনাহারের কারণে মৃত্যু আরও বেড়েছে। শুক্রবার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে ভোগা আরও ৯ জনের মৃত্যু হয়েছে, ফলে এ সংখ্যা দাঁড়িয়েছে ১২২-এ।
গাজার সব সরবরাহ প্রবেশ পথের নিয়ন্ত্রণে থাকা ইসরায়েল বলছে, সাহায্য পাঠানোর ওপর তাদের কোনো নিষেধাজ্ঞা নেই এবং এই সংকটের জন্য তারা হামাসকে দায়ী করছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, সহায়তা বিমান থেকে বিতরণের অনুমতি কয়েকদিনের মধ্যেই দেওয়া হতে পারে।
তবে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা এই পদ্ধতিকে অকার্যকর এবং পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছে।
0 Comments