মিরপুরে টাইগারদের দাপট, সিরিজে এগিয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্কঃ মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে একতরফা জয় পেয়েছে বাংলাদেশ। রোববারের এই ম্যাচে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে সহজ জয় তুলে নেয়।
ব্যাট হাতে ইনিংসের শুরুতেই ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। মাত্র ৩৯ বলে ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনটি চার ও পাঁচটি ছক্কায় সাজান নিজের ইনিংস। ম্যাচসেরা পারফরম্যান্সের জন্য পুরস্কার জিতে সংবাদ সম্মেলনে ইমন বলেন, “আমাদের দলে এমন শক্তি আছে, যেখানে ১১ নম্বরে নামা ব্যাটারও ছক্কা হাঁকাতে পারে।”
এই জয়ে আত্মবিশ্বাসে ভরপুর টাইগার শিবির এখন সিরিজ জয়ের দিকেই তাকিয়ে।
0 Comments