ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা
অনলাইন ডেস্কঃ আগামী ২১ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
বিষয়ভিত্তিক পরীক্ষায় থাকবে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান। শেষ দুই বিষয়ে ৫০% করে প্রশ্ন থাকবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী নির্বাচন করে তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে।
0 Comments