২০ জুলাই মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
অনলাইন ডেস্কঃ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে রোববার, ২০ জুলাই, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে। সবগুলো ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।শ্রীলঙ্কা সফরে জয়ী দলের ওপরই পূর্ণ আস্থা রেখে পাকিস্তানের বিপক্ষে unchanged স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপরদিকে পাকিস্তানও তরুণ ও অভিজ্ঞদের মিশেলে স্কোয়াড ঘোষণা করেছে।
বাংলাদেশ (BAN) | পাকিস্তান (PAK) | |
---|---|---|
লিটন কুমার দাস (অধিনায়ক) | সালমান আলী আগা | |
তানজিদ হাসান তামিম | আবরার আহমেদ | |
পারভেজ হোসেন ইমন | আহমেদ দানিয়াল | |
মোহাম্মদ নাইম শেখ | ফাহিম আশরাফ | |
তাওহীদ হৃদয় | ফখর জামান | |
জাকের আলী অনিক | হাসান নওয়াজ | |
শামিম হোসেন পাটোয়ারী | হুসেইন তালাত | |
মেহেদী হাসান মিরাজ | খুশদিল শাহ | |
রিশাদ হোসেন | মোহাম্মদ আব্বাস আফ্রিদি | |
শেখ মেহেদী হাসান | মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক) | |
নাসুম আহমেদ | মোহাম্মদ নওয়াজ | |
তাসকিন আহমেদ | সাহিবজাদা ফারহান | |
মুস্তাফিজুর রহমান | সাইম আইয়ুব | |
শরিফুল ইসলাম | সালমান মির্জা | |
তানজিম হাসান সাকিব | সুফিয়ান মুকিম | |
মোহাম্মদ সাইফউদ্দিন |
0 Comments