আজকের পত্রিকা
০১ মে ২০২৫
আজকের প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংবাদগুলো একত্রিত করে পরিবেশন করা হলো। বিশেষ দ্রষ্টব্যঃ সময়ের সাথে সাথে এই পেজটি আপডেট হতে পারে।
ভারতীয় বিমানকে ধাওয়া
রণসাজের বিউগল বাজছে ভারত-পাকিস্তান ভূখণ্ডে। কাঁটাতারের দুই পারেই যুদ্ধের দামামা। সেয়ানে সেয়ানে টেক্কা। ট্যাংক-টহলের দুর্গম দৌড়ে গমগম করছে লাইন অব কন্ট্রোলের (এলওসি) ৭৮০ কিলোমিটার সীমান্ত। সাম্বা, কাঠুয়া, আখনুর সেক্টরের সীমান্তবর্তী গ্রামগুলো খালি করছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। একই অবস্থা ওপারেও। টানটান উত্তেজনা। মহড়ার গোলাবারুদের ফুলকিতে গনগনে লাল হয়ে উঠছে পরমাণু শক্তিধর দুই শত্রুর কামান-বন্দুকের নল। যুদ্ধ-পারদে দিশেহারা বুটের দাপটে কাঁপছে সীমান্তের চেকপোস্ট-টাওয়ারের মাটি। পরিখার আড়ালে বন্দুক তাক করে আছে দুপক্ষই। পেছনে ওতপেতে আছে দুদেশ চৌচির করে দেওয়া বিরাট সাঁজোয়া বহরের সারি। মাথার উপরে আকাশ কাঁপিয়ে বিকট শব্দে উড়ছে সামরিক হেলিকপ্টার। পরক্ষণেই আবার সাঁই করে উড়ে যাচ্ছে বিমানবাহিনীর যুদ্ধদানব। মঙ্গলবার গভীর রাতে এমনই এক টগবগে মুহূর্তে ভারতের ৪ রাফায়েল যুদ্ধবিমানকে একসঙ্গে ধাওয়া করে পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ)। এলওসিতে হঠাৎ ভারতীয় যুদ্ধবিমানের গন্ধ পেয়ে গর্জে ওঠে পাকিস্তানের যুদ্ধবিমান। মারমুখী ধাওয়ার মুখে পিছু হটে রাফায়েল। সীমান্ত ছেড়ে ফিরে যায় ঘাঁটিতে। (পিটিভি, ডন, জিও নিউজ, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।)
https://www.jugantor.com/tp-firstpage/948230
বাংলাদেশ প্রতিদিন
অন্তর্বর্তী সরকারের ৯ মাস
শ্রমিকস্বার্থে কিছুই হয়নি
দায়িত্ব গ্রহণের পর প্রায় নয় মাস ধরে অন্তর্বর্তী সরকারকে যে বিষয়গুলো সামলাতে সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে তার মধ্যে শ্রমিক অসন্তোষ অন্যতম একটি। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন কারখানা একের পর এক বন্ধ হয়ে যাওয়া এবং এর পরিপ্রেক্ষিতে নিয়মিত বেতন-ভাতা না পেয়ে যে শ্রমিক অসন্তোষ তৈরি হয় তা সামাল দিতে পারছে না সরকার। ছাত্র-জনতার আন্দোলনে শ্রমজীবী মানুষের বড় ভূমিকা থাকলেও তাঁদের মূল সমস্যাগুলো সমাধান বা তাঁদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না কাউকে। উল্টো শ্রমিক অসন্তোষ দমাতে গিয়ে আশুলিয়ায় ও মিরপুরে শ্রমিকদের ওপর নির্বিচার গুলি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বর্তমানে ১ লাখের বেশি শ্রমিক বেকার। শ্রমিকদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কোনোটিই কার্যকর হয়নি বলে বাংলাদেশ প্রতিদিনকে জানান শ্রমিকনেতারা। সর্বশেষ শ্রমিকদের স্বার্থে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে বিভিন্ন সুপারিশ করা হলেও এগুলোর বাস্তবায়ন নিয়ে তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন।
প্রথম আলো
‘আশু বাস্তবায়নযোগ্য’ সব সুপারিশে একমত নয় ইসি
নির্বাচনব্যবস্থার সংস্কার
সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ হিসেবে ইসির কাছে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে গতকাল মতামত পাঠায় ইসি। (রিয়াদুল করিম, ঢাকা)
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত ব্যক্তি এবং ফেরারি আসামিদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করার সুপারিশকে ‘আশু বাস্তবায়নযোগ্য’ বলে মনে করছে না নির্বাচন কমিশন (ইসি)। সাংবিধানিক এই সংস্থা মনে করে, নতুন করে নির্বাচনের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণ করার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক ঐকমত্য হলে এ সুপারিশ বাস্তবায়নযোগ্য হবে। তারা বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ছেড়ে দিচ্ছে বলে ইসি সূত্র থেকে জানা গেছে।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের ৯টি প্রস্তাবের বেশ কিছু সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসেবে চিহ্নিত করে গত ১৯ মার্চ ইসিকে পাঠিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। এগুলো বাস্তবায়নে কত সময় প্রয়োজন এবং এতে আর্থিক সংশ্লেষ আছে কি না, তা ইসিকে জানাতে বলা হয়েছিল। গতকাল বুধবার সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মতামত পাঠিয়েছে ইসি। তাতে ১০-১২টি সুপারিশের ক্ষেত্রে আশু বাস্তবায়নযোগ্য হিসেবে একমত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে যেসব সুপারিশকে আশু বাস্তবায়নযোগ্য বলা হয়েছে, তার সব কটি আশু বাস্তবায়নযোগ্য বলে মনে করছে না ইসি। যেসব সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক ব্যয় এবং রাজনৈতিক ঐকমত্যের বিষয় আছে বলে ইসি মনে করে, সেগুলোকে এখনই বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করে না তারা। আর যেসব সুপারিশে আইনে কিছুটা সংশোধন আনা হলে বাস্তবায়ন সম্ভব এবং রাজনৈতিক বিতর্ক নেই, আর্থিক সংশ্লিষ্টতা নেই, সেগুলো এখনই বাস্তবায়নযোগ্য মনে করে ইসি।
https://epaper.prothomalo.com/Home/ShareArticle?OrgId=15643408f6&eid=1&imageview=0&epedate=01/05/2025&sedId=1সংশোধন হচ্ছে সরকারি চাকরি আইন
রাজপথে ও সচিবালয়ে বিক্ষোভ করলে তদন্ত ছাড়াই চাকরি যাবে
অনুমতি ছাড়া অনুপস্থিতিতেও চাকরিচ্যুতির বিধান থাকছে
সংশোধিত খসড়ায় বলা হয়েছে, কোনো কর্মচারী উল্লেখিত
অপরাধে অভিযুক্ত হলে কোনো তদন্ত ছাড়াই আট দিনের নোটিশে চাকরিচ্যুত করা যাবে
সরকারি কর্মচারীদের। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ এ সংশোধনের কাজ
করছে। সংশোধিত খসড়া আইন শিগগির উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে।
কালবেলা
বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন
জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ
জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫ জারির উদ্যোগ অনলাইন জুয়ায় ৫ বছরের জেল, ১০ লাখ জরিমানা ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিংয়ের শাস্তি ৫ লাখ টাকা জরিমানা ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে শিগগির উঠবে উপদেষ্টা পরিষদের বৈঠকে
দেড়শ বছর পুরোনো ‘দ্য গ্যাম্বলিং অ্যাক্ট ১৮৬৭’ বাতিল করে হালনাগাদ তথ্যপ্রযুক্তির চিন্তা মাথায় রেখে ‘জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৫’ জারির উদ্যোগ নিয়েছে সরকার। নতুন অধ্যাদেশে শাস্তির পরিমাণ কোনো কোনো ক্ষেত্রে দুই হাজার গুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। অনলাইন অ্যাপ ও সাইটে পরিচালিত জুয়ার জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড বা সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। পুরোনো আইনে অনলাইন জুয়ার প্রসঙ্গ ছিল না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮৬৭ সালের জুয়া আইনে শাস্তি একেবারেই কম। অপরাধের ধরন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি ৬ মাস কারাদণ্ড। আর সর্বোচ্চ জরিমানা ৬০০ টাকা। ফলে আইনটি বাতিল করে অধ্যাদেশ হিসেবে জারি করার জন্য পুরোপুরি নতুন করে প্রস্তুত করা হয়েছে
https://epaper.kalbela.com/
সংবাদ
রাখাইনে সহায়তা পাঠাতে জাতিসংঘের সম্পৃক্ততায় বাংলাদেশ-মায়ানমারের অনুমতির প্রয়োজন: জাতিসংঘ
রাখাইনে মানবিক সহায়তা নেওয়ার পথ তৈরির ক্ষেত্রে জাতিসংঘ যদি জড়িত হয়, সেক্ষেত্রে বাংলাদেশ ও মায়ানমার সরকারের অনুমতির প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘের ঢাকা কার্যালয়।
বুধবার এক বার্তায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর এক মুখপাত্র বলেন, “আন্তঃসীমান্ত সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারগুলোর অনুমোদন নেওয়ার আইনি বাধ্যবাধকতা জাতিসংঘের রয়েছে। এটা ছাড়া জাতিসংঘের সরাসরি সম্পৃক্ততা সীমিত।”
মায়ানমারের গৃহযুদ্ধে বিপর্যস্ত রাখাইনে সহায়তা পাঠাতে বাংলাদেশের ‘মানবিক করিডোর’ হওয়া নিয়ে বিতর্কের মধ্যে এ প্রতিক্রিয়া জানায় জাতিসংঘ।
ওই বার্তায় আরও বলা হয়, “জাতিসংঘ বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা কার্যক্রম এবং রাখাইনে বাজে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ অব্যাহত রাখছে। রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয়দাতা হিসাবে বাংলাদেশ যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেতে থাকে, সে মানবিক সহযোগীদের নিয়ে কাজ অব্যাহত রাখবে জাতিসংঘ।”
https://sangbad.net.bd/news/national/2025/143166/
0 Comments