ফেরার অপেক্ষায় তারেক রহমান , চূড়ান্ত প্রস্তুত বিএনপি
ডেস্ক রিপোর্ট : ১৬ জুন ২০২৫
সবকিছু অনুকূলে থাকলে আগামী দেড় মাসের মধ্যেই যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তন ঘিরে রাজধানী ঢাকাকে জনসমুদ্রে পরিণত করার পরিকল্পনা নিয়েছে দলটি। তারেক রহমানকে স্বাগত জানাতে সারা দেশ থেকে প্রায় ২০ লাখ নেতা-কর্মীকে ঢাকায় জড়ো করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
দলীয় সূত্র বলছে, দেশে ফিরে তারেক রহমান সরাসরি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন। তাঁর আগমন উপলক্ষে বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উৎসাহ ও চাঙা মনোভাব বিরাজ করছে। দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মনে করছেন, তারেক রহমানের উপস্থিতিই হবে আন্দোলনের অন্যতম প্রেরণা ও শক্তির উৎস।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, "অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরছেন। পুরো বাংলাদেশ এখন তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সামনে থেকেই নেতৃত্ব দেবেন।"
এদিকে, লন্ডন সফররত দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যেকোনো সময় ফিরে আসতে পারেন। সময়মতো তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন এবং দেশে ফিরবেন।"
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "তারেক রহমান বাংলাদেশের নাগরিক। দেশে ফিরতে তাঁর কোনো আইনগত বাধা নেই। ইচ্ছা করলেই তিনি দেশে ফিরতে পারেন।"
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। তাঁর ফিরে আসা রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।

0 Comments