"আমি নিজেকে রাজা মনে করি না" — সামরিক কুচকাওয়াজের দিন 'নো কিংস' বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
ওয়াশিংটন ডিসিতে সামরিক কুচকাওয়াজের দিন দেশজুড়ে আয়োজিত “নো কিংস” (No Kings) নামে বিক্ষোভের প্রশ্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি নিজেকে কখনোই রাজা মনে করি না।”
একজন সাংবাদিকের সরাসরি প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একই দিনে আয়োজিত এই রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ ট্রাম্পের ক্ষমতাচর্চার ধরন নিয়ে কি বার্তা দিচ্ছে। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি জনগণের সেবা করছি, রাজত্ব করছি না। আমি মনে করি না কেউ আমাকে রাজা ভাবছে।”
এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, তাঁর প্রশাসন গণতান্ত্রিক কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে এবং এই ধরনের বিক্ষোভের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।
এদিকে, "নো কিংস" আন্দোলনের আয়োজকরা বলছেন, তাদের লক্ষ্য যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্বে একক ক্ষমতার বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো। বিশেষ করে সামরিক কুচকাওয়াজকে কেন্দ্র করে প্রেসিডেন্টের ‘ক্ষমতার প্রদর্শন’ তারা অনাকাঙ্ক্ষিত মনে করছেন।

0 Comments