ইরানের পাশে পরমাণু শক্তির ৪ দেশ চীন, উত্তরকোরিয়া, পাকিস্তান ও রাশিয়া 

 

ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর নিরাপত্তাহীনতা ও আন্তর্জাতিক চাপে থাকা ইরানের পাশে দৃঢ় অবস্থান নিয়েছে চারটি পরমাণু শক্তিধর রাষ্ট্র—চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং পাকিস্তান। এই দেশগুলো শুধু ইসরায়েলের সমালোচনাই করেনি, বরং ইরানকে সব ধরনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা একে শুধু প্রতিক্রিয়া নয়, বরং নতুন এক কৌশলগত জোটের সূচনা হিসেবে দেখছেন, যা ভবিষ্যৎ বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। পারমাণবিক শক্তির প্রদর্শনকে যদি মিত্রতা নির্ধারণের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, তবে তা গোটা বিশ্বের জন্য অশনিসংকেত বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এদিকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে শুধু ইরান নয়, ফুঁসে উঠেছে মুসলিম বিশ্বও। সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত দৃঢ়ভাবে এই হামলার নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে 'মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি' হিসেবে উল্লেখ করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান একে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতও দিয়েছে কঠোর বার্তা।

এই সমন্বিত প্রতিক্রিয়াগুলো মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মানচিত্র ও বৈশ্বিক জোট গঠনের ধারা আমূল বদলে দেওয়ার ইঙ্গিত বহন করছে।