আজ যুক্তরাজ্যে সরকারি সফরে যাচ্ছেন ড. ইউনূস,পুরস্কার গ্রহণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কূটনৈতিক উদ্যোগ

 

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে রওনা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরকালে তিনি বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

সফরসঙ্গী হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

এই সফরের মূল উদ্দেশ্য হলো যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করা, বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে।

 

 চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

 

আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রবিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের ফ্লাইট (টিজি-৩৩৯) যোগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমান থেকে নামার সময় তাকে হুইল চেয়ারে করে নামানো হয়। এ সময় তার পরনে ছিল সাধারণ পোশাক—শার্ট ও লুঙ্গি। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার ফেরার বিষয়টি নিশ্চিত করেন।


কানাডায় নৌকাডুবি: পাইলট সাইফুজ্জামান ও শিল্পপতি রাকিবের করুণ মৃত্যু

 

কানাডার অন্টারিও প্রদেশের কাওয়ার্থা লেইকস অঞ্চলের এক হ্রদে নৌকা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান (গুড্ডু) ও বিজিএমইএ’র সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রূপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লা হিল রাকিব।

৮ জুন স্থানীয় সময় রোববার দুপুরে লিনজি শহরের কাছে কটেজ ভাড়া নিয়ে হ্রদে ঘুরতে যান তারা। ছোট একটি নৌকায় ছিলেন সাইফুজ্জামান, রাকিব এবং রাকিবের ছেলে। হঠাৎ নৌকাটি উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাইফুজ্জামান ও রাকিব পানিতে তলিয়ে যান। পরে উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার সময় হ্রদের তীরে ছিলেন সাইফুজ্জামানের স্ত্রী ও কন্যা, যাঁরা মোবাইলে সেই মুহূর্ত ভিডিও করছিলেন। পুলিশ জানায়, নৌকায় থাকা কারো গায়ে কোনো লাইফ-জ্যাকেট ছিল না। সাইফুজ্জামান  অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ পাইলট ছিলেন।