বিসিবির ক্রিকেট কার্নিভাল
 ৬৪ জেলায় উদযাপন

বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তিতে বিসিবি আয়োজন করছে 'ক্রিকেট কার্নিভাল'। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে বিসিবির সভাপতি হিসেবে রজতজয়ন্তী উদযাপনের প্রস্তাব দেন। তাঁর এই উদ্যোগকে সম্মান জানিয়ে বিসিবি ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত দেশব্যাপী এক ক্রিকেট উৎসবের আয়োজন করছে। ৬৪ জেলার অংশগ্রহণে শুরু হয়ে এই কার্নিভাল শেষ হবে ঢাকার মিরপুরে। টেস্ট ক্রিকেটের অতীত ও বর্তমান প্রজন্মের মাঝে সেতুবন্ধন গড়তে এই উদ্যোগ সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ।