বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ করে বাড়তে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার (২১ জুন) সন্ধ্যায় এই হামলার পর, পরদিন রোববার (২২ জুন) রাতেই দেশটির শেয়ারবাজারে তেলের ফিউচার দামে উল্লেখযোগ্য উর্ধ্বগতি দেখা যায়।
সোমবার (২৩ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৩.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে।
একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট তেলের দাম বেড়েছে ৩.২ শতাংশ, যা দাঁড়িয়েছে ৭৪.৫৯ ডলার প্রতি ব্যারেল।
বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারমূল্যে।
রয়টার্স প্রতিবেদন অনুযায়ী মূল্যবৃদ্ধি ৩ শতাংশের বেশি
0 Comments