মিরাজের অধিনায়কত্বে শ্রীলংকা - বাংলাদেশ ওয়ানডে সিরিজ, শুরু ২ জুলাই

 মিরাজের অধিনায়কত্বে শ্রীলংকা -বাংলাদেশ ওয়ানডে সিরিজ, শুরু ২ জুলাই

 

 অনলাইন ডেস্কঃ ২ জুলাই শুরু হওয়া সিরিজ দিয়ে নতুন ভূমিকায় যাত্রা শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, যিনি ওয়ানডে অধিনায়ক হিসেবে এই প্রথমবার মাঠে নামবেন।

দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। আসন্ন শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঘোষিত ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

সাম্প্রতিক পারফরম্যান্সই তাঁর দলে ফেরার মূল চাবিকাঠি। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১১ ইনিংসে ৬১৮ রান করে ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই ফর্মের পুরস্কার হিসেবে চোটে থাকা সৌম্য সরকারের জায়গায় নির্বাচিত হয়েছেন তিনি।

এছাড়া দীর্ঘদিনের চোট কাটিয়ে পেসার তাসকিন আহমেদও ফিরেছেন দলে। আজ (২৩ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন।

 ম্যাচ সূচি :

  • বাংলাদেশ দল বর্তমানে শ্রীলঙ্কা সফরে  গল টেস্ট সিরিজে অংশ নিচ্ছে। 
  •  ২৫ জুন থেকে কলম্বোয় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
  •  ২ জুলাই কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
  •  দ্বিতীয় ওয়ানডে হবে ৫ জুলাই
  •  শেষ ম্যাচ ৮ জুলাই পাল্লেকেলেতে

ঘোষিত বাংলাদেশ ওয়ানডে দল:

  • তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক) পারভেজ হোসেন ইমন
  • নাজমুল হোসেন শান্ত 
  • তাওহিদ হৃদয়
  • মোহাম্মদ নাঈম
  • লিটন কুমার দাস
  • জাকের আলী অনিক 
  • শামীম হোসেন পাটোয়ারী 
  • রিশাদ হোসেন
  • তানভীর ইসলাম
  • তাসকিন আহমেদ 
  • হাসান মাহমুদ,
  • মোস্তাফিজুর রহমান
  • নাহিদ রানা ও
  • তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট করেছে—দলের গঠন ও নেতৃত্বে এই পরিবর্তন ভবিষ্যতের প্রস্তুতিরই অংশ। তরুণদের নিয়ে গড়া দল মাঠে কেমন করে, সেটাই এখন দেখার বিষয়।

Post a Comment

0 Comments