আর্চারিতে ইতিহাস: এশিয়ান কাপে সোনা জিতলেন বাংলাদেশের আলিফ
অনলাইন ডেস্ক: বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারির দ্বিতীয় লেগে রিকার্ভ পুরুষ এককে জয়লাভ করে দেশের জন্য স্বর্ণপদক অর্জন করেছেন। আজ শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত ফাইনালে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করেন।
ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেন ১৯ বছর বয়সী আলিফ। প্রথম দুই সেটে যথাক্রমে ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে এগিয়ে যান তিনি। তবে পরবর্তী দুই সেটে প্রতিপক্ষ গাকুতো প্রতিদ্বন্দ্বিতা জোরদার করে ২৮-২৭ ও ২৭-২৬ পয়েন্টে ম্যাচে সমতা ফেরান।
শেষ ও নির্ধারক সেটে আলিফ আর কোনো সুযোগ দেননি গাকুতোকে। ২৯-২৬ পয়েন্টে সেই সেট জিতে সোনার হাসি নিয়ে মাঠ ছাড়েন তরুণ এই আর্চার।
0 Comments