মনির হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর আনিসুল হকের পাঁচদিনের রিমান্ড

 

 মনির হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীর আনিসুল হকের পাঁচদিনের রিমান্ড

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচদিনের রিমান্ড মনজুর করেছে ঢাকার একটি আদালত।

মঙ্গলবার তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে জামিন চেয়েছিলেন। দীর্ঘ শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর রহমান জামিন আবেদন নামনজুর করে পাঁচ দিনের রিমান্ড মনজুর করেন।

মামলার তদন্ত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। এ সময় হঠাৎ সংঘর্ষের মধ্যে আসামিদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে নিহতের স্ত্রী ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট আনিসুল হককে সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি নৌপথে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

Post a Comment

0 Comments