বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পতাকা উত্তোলনের অধিকার পেল ফিলিস্তিন, জাতিসংঘে স্বীকৃতির পথে প্রতীকী জয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক প্রতীকী ভোটাভুটিতে ফিলিস্তিনি প্রতিনিধিদল নিজেদের জাতীয় পতাকা উত্তোলনের অধিকার অর্জন করেছে। এই সিদ্ধান্তকে ফিলিস্তিন জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় আরও স্বীকৃতি পাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
চীন, পাকিস্তান, সৌদি আরবসহ কয়েকটি দেশের পক্ষ থেকে প্রস্তাবটি উত্থাপন করা হয়, এবং তা ৯৫টি দেশের সমর্থনে গৃহীত হয়।
ভোটে ৪টি দেশ — ইসরায়েল, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং জার্মানি — প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়, আর ২৭টি দেশ ভোট থেকে বিরত থাকে।
ফিলিস্তিনি দূত এ সিদ্ধান্তকে একটি "প্রতীকী বিজয়" হিসেবে বর্ণনা করে বলেন, “এই মুহূর্তটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের জনগণের স্বাস্থ্য, মর্যাদা ও প্রতিনিধিত্বের অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।”
এই সিদ্ধান্তের ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন সম্মেলন ও স্থানে ফিলিস্তিনের পতাকা অন্যান্য সদস্য ও পর্যবেক্ষক রাষ্ট্রগুলোর পাশে উত্তোলিত হবে। বর্তমানে ফিলিস্তিন WHO-তে একটি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত।
বিশ্লেষকরা মনে করছেন, এই প্রতীকী পদক্ষেপ ভবিষ্যতে জাতিসংঘের অন্যান্য সংস্থায় ফিলিস্তিনের অংশগ্রহণ ও স্বীকৃতি আরও জোরালো করতে পারে।

0 Comments