ইতিহাস গড়ে বাংলাদেশকে পরাজিত করে সিরিজ জয় করলো আমিরাত
অবিশ্বাস্য পারফরম্যান্সে উড়ন্ত জয় তুলে নিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুর্দান্ত খেলেছে আমিরাত, যার ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় তারা।
শেষ ম্যাচে আমিরাতের বোলাররা দারুণ ছন্দে ছিলেন। বাংলাদেশ ব্যাটসম্যানদের নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে মাত্র ১৬২ রানে থামিয়ে দেয় সফরকারী দলটিকে। জবাবে ব্যাট করতে নেমে আমিরাতের টপ অর্ডার ব্যাটসম্যানরা দেখিয়েছেন সাহসিকতা ও দায়িত্বশীলতা। মাত্র ১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা, হাতে ছিল ৭ উইকেট।
পুরো সিরিজ জুড়েই আমিরাতের দলগত পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে বোলিং ইউনিট এবং ফিল্ডিং বিভাগে তারা ছিল অনেক বেশি গোছানো ও পরিকল্পিত। অন্যদিকে বাংলাদেশ দল ছিল খেই হারানো এবং আত্মবিশ্বাসহীন।
এই সিরিজ জয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অপেক্ষাকৃত নবীন দল হিসেবে তারা যে কোনো বড় দলকে চাপে ফেলতে পারে, তা আবারও প্রমাণ করল তারা।বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটি হতাশাজনক একটি সিরিজ।
0 Comments