Header Ads Widget

Responsive Advertisement

আজকের পত্রিকা

 আজকের পত্রিকা 

২৯ এপ্রিল ২০২৫

প্রথম আলো 

মামলা হলেই কাউকে গ্রেপ্তার–হয়রানি নয়  


 

নিরীহ কাউকে যেন গ্রেপ্তার বা হয়রানি করা না হয়, পুলিশের সব স্তরে সেই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, ‘মামলা হলেই গ্রেপ্তার করা যাবে না, তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে, আমরা শুধু তারই গ্রেপ্তার চাইব এবং গ্রেপ্তার করব।’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশপ্রধান। পুলিশ সপ্তাহ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজ মঙ্গলবার থেকে রাজধানীর রাজারবাগে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহের তিন দিনব্যাপী অনুষ্ঠান ও কার্যক্রম।

সংবাদ সম্মেলনে আইজিপির সঙ্গে আরও ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ প্রেস উইং ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

হজ ফ্লাইট শুরু, ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন

  • সরকারি মাধ্যমে ৫ হাজার ২০০ জন, বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন এবার হজে যাবেন।

  • বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজের আগে ১১৮ এবং হজের পরে ১০৯টি ফ্লাইট পরিচালনা করবে।


দেশের হজযাত্রীদের কমবেশি ৯৫ শতাংশই সৌদি আরবে যান ঢাকার হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে। এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এবারও ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকাতেই দুই দেশের ইমিগ্রেশন হবে যাত্রীদের। পবিত্র হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়ে গেছে হজ ফ্লাইট। চলবে ৩১ মে পর্যন্ত।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্র জানায়, রাজধানীর আশকোনার হজ ক্যাম্পেই ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন সম্পন্ন হবে। সৌদি আরব থেকে আসা ইমিগ্রেশনের ৭৫ সদস্যদের একটি দল শাহজালাল বিমানবন্দরে বসে সে দেশের ইমিগ্রেশন সম্পন্ন করবে। এতে হজযাত্রীদের ভোগান্তি কমবে। অবশ্য ফেরার সময় হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই করতে হবে। আর সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে গমনকারী যাত্রীদের সৌদি আরবের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবে অনুষ্ঠিত হবে।

 

যুগান্তর 

আলজাজিরাকে ড. মুহাম্মদ ইউনূস

জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না


 দেশের জনগণ তাড়াতাড়ি ক্ষমতা হস্তান্তরের কথা বলছে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি দেখে মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো সমাধান। তারা বলছে না, অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও। কেউ এখনই নির্বাচন চায়নি। আমরা এমন কোনো সমস্যার মুখোমুখি হইনি যেখানে লোকরা বলছে, যত তাড়াতাড়ি সম্ভব হস্তান্তর করো। 
 
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরার বৈশ্বিক নেতাদের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ‘টক টু আলজাজিরা’য় তিনি এসব কথা বলেছেন। রোববার ‘মুহাম্মদ ইউনূস : রিয়েল রিফর্ম অর জাস্ট আ নিউ রুলিং ক্লাস ইন বাংলাদেশ’ শিরোনামে এই সাক্ষাৎকার আলজাজিরার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আলজাজিরার উপস্থাপকের প্রশ্ন ছিল, শেখ হাসিনার পতনের পরের ‘মধুচন্দ্রিমা’ পর্ব সম্ভবত শেষ হয়েছে, এখন কিছু বড় চ্যালেঞ্জ সামনে এসেছে, যেগুলোর সুনির্দিষ্ট জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। জবাবে ড. ইউনূস বলেন, মানুষ অধৈর্য হয়ে ওঠেনি। মানুষ এখনো মনে করে, অন্তর্বর্তীকালীন সরকারই তাদের জন্য সবচেয়ে ভালো সমাধান। এখন পর্যন্ত দেশে এমন কোনো সংকট দেখা দেয়নি, যেখানে কেউ এখনই নির্বাচন চায়নি বা আমাদের সরিয়ে দিতে বলেনি।
 
 https://www.jugantor.com/tp-firstpage/947359
 
 
DHAKA POST 

এনিয়ে টানা পাঁচরাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদমাধ্যমে এখনও এ বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর পঞ্চম রাতের মতো যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনারা। আজ সকালে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই উসকানির জবাব তারা “সংযত ও কার্যকর”ভাবে দিয়েছে।

 https://www.dhakapost.com/international/361395

 

বাংলাদেশ প্রতিদিন  

চাল নিয়ে প্রতারণা


নাজিরশাইল-মিনিকেট নামে কোনো ধান নেই কেটে-পলিশ করে বাহারি নাম ও দাম ধরা হয় ♦ পালকি নাজির ৭৬, মান্নান নাজির ৮২ মজুমদার নাজির ৮২, শাহরিয়ার নাজির ৯৪, কাটারি নাজির ৯৬ টাকা
 দেশের বাজারে নাজিরশাইল নামের কোনো ধান নেই। তারপরও হরেক নামে ও দামে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। একেক দোকানে একেক নামের ও নানা দামের নাজিরশাইলে প্রতারিত হচ্ছেন ভোক্তারা। সর্বনিম্ন ৬২ টাকা থেকে ৯৭ টাকায় বিভিন্ন বাজার ও সুপার শপে বিক্রি হচ্ছে নাজিরশাইল চাল। অনুসন্ধানে জানা গেছে, উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপে চাল কেটে ও পলিশ করে বিভিন্ন নাম দেওয়া হয়। কখনো অর্ধসেদ্ধ আবার কখনো পূর্ণসেদ্ধ করে বাজারে বিক্রি করা হয়। স্থান-কাল-পাত্রভেদে একই চাল ভিন্ন নামে ক্রেতার চাহিদা অনুযায়ী বস্তাবন্দি হচ্ছে আড়তগুলোয়। আর ক্রেতাদের টাকা হাতিয়ে নিচ্ছেন মধ্যস্বত্বভোগীরা। টঙ্গী বাজারের চালের আড়তে দেখা যায়, বিভিন্ন নামের নাজিরশাইল চাল বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। মা রাইস স্টোরের প্রোপাইটর মো. কালাম জানান, পালকি নাজিরশাইল ৭৬ টাকা, মান্নান নাজিরশাইল ৮২ টাকা, শাহরিয়ার নাজিরশাইল ৯৪ টাকা, কাটারি নাজিরশাইল ৯৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিতু রাইস এজেন্সির বিক্রেতা রাজ্জাক জানান, রয়েল ক্রাউন নাজিরশাইল ভালোটা ৮৬ টাকা, পরের মানের ৮২ টাকা, পালকি নাজিরশাইল ৬৮, মজুমদার নাজিরশাইল ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাহি রাইস এজেন্সি মালিক আবদুর রহিম জানান, সেভেন স্টার নাজিরশাইল ৭৬ টাকা, জারা নাজিরশাইল ৭৬ টাকা, রয়েল ক্রাউন নাজিরশাইল ৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কারওয়ানবাজারের জনতা রাইস এজেন্সির প্রোপাইটর হাজী মো. আবু ওসমান জানান, ৭২ থেকে ৮৮ টাকার বিভিন্ন নাজিরশাইল বিক্রি হচ্ছে। পালকি নাজিরশাইল ৮৮ টাকা, ছালা পালকি ৭২ টাকা, উৎসব নাজিরশাইল ৬৮ টাকা, হাসকি নাজিরশাইল ৬২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সুপার শপ মিনা বাজারে দেখা যায়, নাজির সুপার প্রিমিয়াম ৮৫ টাকা, নাজির প্রিমিয়াম ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। সুপার শপ স্বপ্নতে দেখা যায়, কাটারি নাজিরশাইল ৯৫ টাকা, নাজিরশাইল সম্পা কাটারি ৮২ টাকা, নাজিরশাইল পাইজাম ৬৩ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আপন ফ্যামিলি মার্টে দেখা যায়, নাজিরশাইল গ্রেড এ ৯২ টাকা, নাজিরশাইল প্রিমিয়াম ৭৫ টাকা, নাজির কাটারি প্রিমিয়াম ৯৬ টাকা, নাজিরশাইল ডায়মন্ড ৯৭ টাকা ও নাজিরশাইল মুন্সী ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে, আমন হাইব্রিড ধানিগোল্ড ও হীরা চালের খুচরা পর্যায়ে যোক্তিক বাজার মূল্য ৪৬ টাকা। আমন উফশী বিআর ১১ এর খুচরা পর্যায়ে যোক্তিক বাজার মূল্য ৪৭ টাকা। ব্রি ২৮ আর ব্রি ২৯ খুচরা পর্যায়ে যোক্তিক বাজার মূল্য ৫৫ টাকা।

 https://www.bd-pratidin.com/epaper/2025-04-29/1

 

 আমাদের সময়

কোনো প্রস্তাবেই শতভাগ একমত নয় দলগুলো

 

সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকার গঠিত প্রথম ধাপের সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে ১৬৬টি সংস্কার প্রস্তাব সংবলিত স্প্রেডশিট দেওয়া হয় রাজনৈতিক দলগুলোকে। সেগুলোর ওপর লিখিত মতামত গ্রহণের পর সরাসরি আলোচনা চলছে। প্রথম পর্বের বৈঠকে নিজেদের মতামত তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ ১৭টি দলের সঙ্গে সংলাপ হয়েছে। জামায়াতের সঙ্গে একদিন বসলেও আলোচনা অসমাপ্ত রেখেই দিন শেষ হয়, পরবর্তীতে আবার আলোচনায় বসার কথা রয়েছে। এসব আলোচনায় সংস্কার প্রস্তাবের কোনো বিষয়েই শতভাগ একমত হতে পারেনি দলগুলো। 

https://dainikamadershomoy.com/details/01967d8f7da25

 


 

 
 
 

Post a Comment

0 Comments