ইরানি পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের সিদ্ধান্তে একমত
অনলাইন ডেস্কঃ
ইরানি পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে এককভাবে ভোট দিয়েছে। জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের খসড়া অনুমোদনের ভিত্তিতে গৃহীত এই প্রস্তাবে বলা হয়েছে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে নিরীক্ষণ ক্যামেরা, পরিদর্শন এবং রিপোর্ট জমাদান কার্যক্রম স্থগিত থাকবে। স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, IAEA তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে, যদিও ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না।
0 Comments