বিদেশে এস আলম কর্ণধারের সম্পদ ক্রোক,
ইসলামী ব্যাংকের ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
এস আলম গ্রূপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তাঁর স্ত্রী ফারজানা পারভীনের বিদেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। একইসঙ্গে, এস আলম গ্রূপকে বেআইনিভাবে ঋণ সহায়তা দেওয়ায় অভিযুক্ত ইসলামী ব্যাংকের ১০ কর্মকর্তার বিদেশযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদক আদালতে জানায়, সাইফুল আলম ও তাঁর স্ত্রীর সাইপ্রাস ও ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা বিভিন্ন সম্পদের তালিকা দাখিল করা হয়েছে। শুনানি শেষে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার নির্দেশ দেন বিচারক।
এদিকে, ইসলামী ব্যাংকের যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, তাঁরা হলেন:
-
মোহাম্মদ মনিরুল মাওলা
-
মিফতাহ উদ্দিন
-
মোহাম্মদ ইহসানুল ইসলাম
-
মো. সিরাজুল কবির
-
মোহাম্মদ কায়সার আলী
-
তাহের আহমেদ চৌধুরী
-
মোহাম্মদ মোস্তাক আহমেদ
-
হোসেন মোহাম্মদ ফয়সাল
-
আহাম্মদ জুবায়েরুল হক
-
এস এম তানভীর হাসান
0 Comments