ত্রিপাক্ষিক অর্থনৈতিক প্ল্যাটফর্মে চীন-বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ, চীন ও পাকিস্তান উন্নয়ন সহযোগিতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। তিন দেশ সম্মিলিতভাবে একটি ত্রি-পক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে একমত হয়েছে, যার মূল লক্ষ্য হবে অর্থনৈতিক অগ্রগতি এবং জনজীবনের মানোন্নয়ন।
চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব ও উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ উদ্যোগের বিষয়ে বিস্তর আলোচনা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, এই ত্রি-পক্ষীয় সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। এই গ্রূপ ভবিষ্যতের সম্ভাব্য প্রকল্প ও নীতিগত কাঠামো নির্ধারণে কাজ করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার (২০ জুন) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বৈঠকে অংশগ্রহণ করেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন।
চীনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্ল্যাটফর্ম শুধু ত্রিপাক্ষিক অর্থনৈতিক অংশীদারিত্বই নয়, বরং এটি আঞ্চলিক স্থিতিশীলতা ও জনগণের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্লেষকদের মতে, ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে এ ধরনের জোট ভবিষ্যতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে।
এছাড়া এ আলোচনায় পরিবহন, বাণিজ্যিক সংযোগ, অবকাঠামো উন্নয়ন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

0 Comments