উড্ডয়নের পরপরই ত্রূটি, সিঙ্গাপুরগামী বিমানের ঢাকায় জরুরি অবতরণ
সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৫৮৪ ফ্লাইটটি ইঞ্জিন সমস্যার কারণে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
শুক্রবার (২৭ জুন) সকাল ৮টা ৩৮ মিনিটে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পর পাইলট ইঞ্জিনে ত্রূটির কথা বুঝতে পেরে দ্রুত ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন।
বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৯ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্লাইটটিতে ১৫৪ জন যাত্রী ও ৭ জন ক্র ছিলেন এবং সবাই নিরাপদ ও সুস্থ রয়েছেন।
0 Comments