হজ ও উমরাহ যাত্রীদের সেবায় সৌদির ‘গাইডেন্স রোবট’
হজ ও উমরাহ পালনকারীদের জন্য আধ্যাত্মিক সফরকে আরও সহজ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সৌদি আরব।
মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববির ধর্মীয় বিষয়ক দপ্তর জানিয়েছে, হজ ও উমরাহর আনুষ্ঠানিকতা সহজ করতে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর অংশ হিসেবে চালু হয়েছে ‘গাইডেন্স রোবট’।
এই রোবট সর্বশেষ অনুমোদিত ইসলামি ফতওয়ার ভিত্তিতে হজ ও উমরাহ পালনকারীদের ধর্মীয় জিজ্ঞাসার স্পষ্ট ও নির্ভরযোগ্য উত্তর দেয়।
রোবটটি শুধু আরবি নয়, আরও ১১টি আন্তর্জাতিক ভাষায় ধর্মীয় বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করতে পারে। ভাষাগুলোর মধ্যে রয়েছে—আরবি, ইংরেজি, ফরাসি, রুশ, ফার্সি, তুর্কি, মালয়, উর্দু, চীনা, বাংলা এবং হাউসা। ফলে বিশ্বের বিভিন্ন দেশের হাজিদের জন্য এটি হয়ে উঠেছে এক বৈশ্বিক সহায়ক।
৫ গিগাহার্জ গতির ওয়াই-ফাই সংযোগের মাধ্যমে রোবটটি দ্রুত ডেটা আদান-প্রদান করতে সক্ষম, যা সেবার গতি ও দক্ষতা বাড়ায়।
২১ ইঞ্চি টাচস্ক্রিনযুক্ত এই রোবট চারটি চাকা ও স্মার্ট স্টপ প্রযুক্তিসহ সচলভাবে চলাচল করতে পারে। এতে সামনে ও নিচে উচ্চমানের ক্যামেরা, উন্নত স্পিকার ও শব্দ গ্রহণের সক্ষমতা সম্পন্ন মাইক্রোফোন রয়েছে, যা স্বচ্ছ ভিডিও ও অডিও যোগাযোগ নিশ্চিত করে।
এছাড়াও, রোবটের মাধ্যমে সরাসরি ইসলামি স্কলারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রিয়েলটাইমে ফতওয়া বা দিকনির্দেশনা নেওয়া যায়। এমনকি মসজিদুল হারামে প্রদত্ত ধর্মীয় বক্তৃতা ও পাঠের তাৎক্ষণিক অনুবাদও রোবটটি সরবরাহ করে—একইসঙ্গে ১১টি ভাষায়, কোনো মানব অনুবাদক ছাড়াই।
রোবটটি ২৪ ঘণ্টা চালু থাকে এবং সহজে ব্যবহারযোগ্য হওয়ায় বিশ্বের নানা দেশের ভিন্ন ভাষাভাষী ও সাংস্কৃতিক পটভূমির মানুষজন নির্ভরতার সঙ্গে এটি ব্যবহার করতে পারছেন ।
.........................................
0 Comments