আজকের পত্রিকা।
০৮ এপ্রিল বৃহস্পতিবার ২০২৫
আজকের প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংবাদগুলো এপরিবেশন করা হলো। বিশেষ দ্রষ্টব্যঃ সময়ের সাথে সাথে এই পেজটি আপডেট হতে পারে।
বাংলাদেশ প্রতিদিন
ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু!
প্রথম আলো
পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়াল
পেহেলগামে হামলার জের
ভারতের হামলার জবাবে তাৎক্ষণিক প্রতিরোধ গড়েছে পাকিস্তান, সশস্ত্র বাহিনীকে পাল্টা হামলার অনুমতি।এএফপি, মুজাফফরাবাদ
পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। গতকাল বুধবার দিনের প্রথম প্রহরে এ হামলা চালানো হয়। তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানও। কাশ্মীর সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলে দফায় দফায় পাল্টাপাল্টি গোলাবর্ষণ। ভারতের হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিয়েছে পাকিস্তান। প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এতে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের
হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের বেশির ভাগই পর্যটক। এ ঘটনার পেছনে
পাকিস্তানের হাত ছিল দাবি করে জবাব দেওয়ার ঘোষণা দেয় ভারত। পাকিস্তান এ
অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব দেয়। এ নিয়ে অব্যাহত
উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাত দুইটার পর পাকিস্তানের ছয় শহরে
ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। নয়টি ‘সন্ত্রাসী স্থাপনা’ লক্ষ্য করে এ
হামলা চালানো হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী। তবে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও
জলবিদ্যুৎ বাঁধ লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে নারী–শিশুসহ ৩১ জন
বেসামরিক নাগরিক নিহত ও ৫৭ জন আহত হন। এদিকে হামলার পর থেকে সীমান্তে
পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে ১৫ বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয়েছেন
বলে জানিয়েছে ভারতের সেনাবাহিনী। গোলার আঘাতে ভারতীয় এক সেনাও নিহত হয়েছেন
বলে দ্য হিন্দু জানিয়েছে।
ইত্তেফাক
মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
সাবেক রাষ্ট্রপতির সঙ্গে তার ছেলে ও শ্যালকও রয়েছেন। তারা রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন।
লিশের বিশেষ শাখা (এসবি) ইমিগ্রেশন, এইসএসআইএ শিফট১'এর বিশেষ পুলিশ সুপার ইত্তেফাক অনলাইনকে জানান, রাত তিনটার ফ্লাইটে চিকিৎসার উদ্দেশে তিনি ব্যাংককে গিয়েছেন। তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছেন। আমারা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি।
আবদুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে শ্যালক ডা. নওশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন।
https://www.ittefaq.com.bd/730831
কালবেলা
ভারতের হামলা, জবাব দিল পাকিস্তান
‘অপারেশন সিঁদুর’
কাশ্মীরের পেহেলগামে গত মাসে জঙ্গি হামলা নিয়ে দুই দেশের চলমান উত্তেজনার
মধ্যেই মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, যার নাম দেওয়া
হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মীরের ছয়টি
স্থানে ৯টি স্থাপনা লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এগুলো হলো—পাঞ্জাবের শিয়ালকোট, ভাওয়ালপুর ও মুরিদকে এবং
পাকিস্তান-নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফারাবাদ, বাগ ও কোটলি
শহর। ভারতের এ হামলার প্রতিক্রিয়ায় দ্রুতই আকাশ ও স্থলে পাল্টা জবাব দেয়
পাকিস্তান। ভারত বলেছে, ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’কে লক্ষ্যবস্তু করেছে
তারা, কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা করেনি। অন্যদিকে, পাকিস্তান
বলছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরসহ তার দেশের ছয়টি স্থানের ২৪টি স্থাপনায়
হামলা চালানো হয়েছে। এটিকে ‘কাপুরুষোচিত হামলা’ আখ্যায়িত করে এর সমুচিত
জবাব দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তিধর
প্রতিবেশী দেশ দুটির মধ্যে ব্যাপক ও দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা দেখা
দিয়েছে। গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর
বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে
উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে। পেহেলগামে হামলার
১৫ দিনের মাথায় মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালাল ভারত। ভারতের
পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গতকাল আনুষ্ঠানিকভাবে বলেছেন, ‘অপারেশন
সিঁদুর’-এর মাধ্যমে ভারত প্রত্যাঘাতের অধিকার প্রয়োগ করেছে। তিনি বলেন,
পেহেলগামের হত্যাকাণ্ডের পর সীমান্তপার থেকে আরও সম্ভাব্য হামলা ঠেকানোর
পাশাপাশি সন্ত্রাসবাদী কাঠামো ধ্বংস করাই ছিল এ হামলার উদ্দেশ্য। এ
হামলাকে ভারতের পররাষ্ট্র সচিব পরিমিত, সমানুপাতিক, দায়িত্বশীল বলে উল্লেখ
করেছেন, যা ছড়িয়ে পড়বে না। তিনি বলেন, ভারতের লক্ষ্য ছিল সন্ত্রাসবাদীদের
অবকাঠামো ভেঙে দেওয়া, যাতে সন্ত্রাসীদের সীমান্ত পেরিয়ে ভারতে পাঠানো
ঠেকানো যায়।
https://epaper.kalbela.com/
ঢাকা ট্রিবিউন
'রাষ্ট্রদূত না থাকায়' ভারত-পাকিস্তানে বাধাগ্রস্ত যুক্তরাষ্ট্রের ভূমিকা
উভয় দেশে এখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অনুপস্থিত
অপারেশন সিঁদুরের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। পাকিস্তান জানিয়েছে যে ভারতের হামলায় ৩১ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।
বিশ্বজুড়ে নেতারা ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি সাহায্য লাগে, তিনি তা করবেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের ঘটনা "নিবিড়ভাবে পর্যবেক্ষণ" করছে। দুটি দেশকেই "দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি দায়িত্বশীল সমাধানের দিকে কাজ করার" আহ্বান জানিয়েছে দেশটি।
তবে নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা বললেও ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনীর
মধ্যে উত্তেজনা যখন চরমে, এমন সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিশ্লেষণ
চলছে। বিশ্লেষকরা বলছেন, উভয় দেশে এখন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
অনুপস্থিত।
0 Comments