আজকের পত্রিকা।  

০৭ মে বুধবার ২০২৫ 

আজকের প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংবাদগুলো এপরিবেশন করা হলো।  বিশেষ দ্রষ্টব্যঃ সময়ের সাথে সাথে এই পেজটি আপডেট হতে পারে।  

প্রথম আলো 

অনেকটাই সুস্থ খালেদা জিয়া 

চার মাসের চিকিৎসা ও পারিবারিক পরিচর্যায় ‘অনেকটাই সুস্থ’ হয়ে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। পথজুড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে বেলা দেড়টার দিকে তিনি যখন গুলশানের বাসভবন ফিরোজার উঠানে দাঁড়ানো গাড়ি থেকে নেমে বাসায় ঢুকছিলেন, তখন স্যাটেলাইট টেলিভিশনগুলোর সরাসরি সম্প্রচারে একটি দৃশ্য সবার চোখ জুড়ায়। তা হচ্ছে খালেদা জিয়া ধীর পায়ে হেঁটে বাসায় প্রবেশ করছেন। চার মাস আগে যা ছিল অচিন্তনীয়।

গত ৭ জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার উদ্দেশে ফিরোজার এই বাসভবনের দোতলা থেকে খালেদা জিয়াকে যখন নামানো হয়, তখন তাঁকে হুইলচেয়ারে বসিয়ে কয়েকজনকে ধরাধরি করে নামাতে দেখা গিয়েছিল।

গতকাল মঙ্গলবার হেঁটে খালেদা জিয়ার বাসায় ঢোকার এই দৃশ্য নেতা-কর্মীদের কতটা যে আশ্বস্ত ও আনন্দিত করেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসার পর ম্যাডাম (খালেদা জিয়া) পায়ে হেঁটে বাসায় ঢুকলেন, এই দৃশ্য গোটা জাতির জন্য আনন্দের। কারণ, তিনি দলমতের ঊর্ধ্বে উঠে গেছেন এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে উঠেছেন।’

বাংলাদেশ প্রতিদিন

জনস্রোতে খালেদা জিয়াকে অভ্যর্থনা

চার মাস পর নিজের বাসায়, ব্যানার ফেস্টুন পতাকা স্লোগানে স্বাগত জানালেন নেতা-কর্মী সাধারণ মানুষ ♦ বিমানবন্দর থেকে গুলশান জনতার ঢল

দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লাখো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা ও অভ্যর্থনায় সিক্ত হয়ে গতকাল বেলা ১টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।

সাড়ে তিন বছর পর তিনি গাড়ি থেকে নেমে হেঁটে ঘরে প্রবেশ করেন। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে বহনকারী কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসভবন ফিরোজায় আসেন। এ সময় পথে পথে জনস্রোতের ফুলেল অভ্যর্থনায় সিক্ত হন দেশনেত্রী খালেদা জিয়া। প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা উষ্ণ শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান দলীয়প্রধানকে। সাবেক প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি, পুলিশ বাহিনী, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করেন। দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন স্থানে হাজার হাজার নেতা-কর্মী সুশৃঙ্খলভাবে সমবেত হন। তাঁরা বেগম জিয়ার গাড়ির ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিমানবন্দরে নেত্রীকে শুভেচ্ছা জানানোর পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, তাঁর আগমন দেশকে গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে।

 https://www.bd-pratidin.com/epaper/2025-05-07/1
 
ঢাকা ট্রিবিউন 
 
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে নিহত ৮, পাকিস্তান দাবি করেছে তারা ৫টি ভারতীয় জেট বিমান ভূপাতিত করেছে

পাকিস্তান ও আজাদ কাশ্মীরের নয়টি স্থানে বুধবার ভোর রাতে ভারতীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব স্থান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে দাবি করেছে ভারত। হামলায় অন্তত আট জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। এছাড়া আহত হয়েছেন ৩৫ জন।
বুধবার (৭ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর একজন মুখপাত্র সংবাদমাধ্যমটিকে জানান, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আট জন পাকিস্তানি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

এদিকে, ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, কাশ্মীর সীমান্তে পাকিস্তানের গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর জবাবে ভারতেও পাল্টা হামলার হুমকি দিয়েছে পাকিস্তান। এই ঘটনায় পরমাণু শক্তিধর এই দুই প্রতিবেশী দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠেছে।

https://bangla.dhakatribune.com/international/96188

কালবেলা 

সীমান্তে পাকিস্তান-ভারত গোলাগুলি চলছে

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বুধবার ভোররাতে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমানবাহিনীর পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার রাতে হামলা-পাল্টা হামলার উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। পাকিস্তানি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি ও মর্টার হামলা শুরু হয়েছে।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের হাভেলি জেলার ডেপুটি কমিশনার ইমরান শাহীন জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে সীমান্তে তীব্র গোলাবর্ষণ শুরু হয়। তিনি বলেন, হাভেলি জেলার ফরওয়ার্ড কাহুটা শহরে দুটি মর্টার একটি বাড়িতে আঘাত হানে। এতে দুজন পুরুষ নিহত হন এবং একাধিক নারী ও শিশু আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরেকটি গ্রামেও সীমান্ত পেরিয়ে আসা গুলিতে এক বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে তিন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন।

 https://www.kalbela.com/world/india/185545

পাকিস্তানের পাশে দাঁড়াল শক্তিশালী এক মুসলিম দেশ 

ভারতের হামলার পর পাকিস্তানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ন্যাটোভুক্ত অন্যতম শক্তিশালী রাষ্ট্র তুরস্ক। বুধবার (০৭ মে) তুরস্কের রাষ্ট্রদূত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডারের সঙ্গে সাক্ষাতে এ সমর্থন ব্যক্ত করেন। খবর জিও নিউজের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনার মধ্যে তুরস্কের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছেন পাকিস্তানে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শফকত আলী খান জানান, উভয় পক্ষই আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। এ ছাড়া দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক।

তিনি জানান, তুর্কি রাষ্ট্রদূত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ভারতের নিন্দা জানিয়েছেন এবং নিরীহ প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 

https://www.kalbela.com/world/pakistan/185543

 

 যুগান্তর 

ভারতের সাময়িক আনন্দ স্থায়ী দুঃখে পরিণত হবে: পাকিস্তান

 

ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। 

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদরদপ্তর ও তল্লাশি চৌকিও গুঁড়িয় দেওয়ার দাবি করেছে তারা। 

ভারতের সেনাবাহিনী বলেছে, কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গোলার আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।  

পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভূপাতিত করা পাঁচটি ভারতীয় জঙ্গি বিমানের মধ্যে তিনটি রাফাল, একটি রাশিয়ান এসইউ-৩০ ও আরেকটি মিগ-২৯ জঙ্গি বিমান।

https://www.jugantor.com/international/950805