বাংলাদেশিকে ধরতে এসে মাফ চাইল বিএসএফ সদস্য
ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটেছে এক অবিশ্বাস্য ঘটনা। সীমান্তের ওপার থেকে এক বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী) সদস্য অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশী কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পরিস্থিতি বদলে যায়। জনতার চাপে অসহায় হয়ে পড়ে ওই বিএসএফ সদস্য, অবশেষে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যের পা ধরে ক্ষমা চায় সে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকার একটি গ্রামে বিএসএফ সদস্য অনুপ্রবেশ করলে গ্রামবাসীরা তাকে ঘিরে ফেলে। উত্তেজনাপূর্ণ মুহূর্তে তিনি নিজের জীবন রক্ষার্থে ক্ষমা চান এবং আশ্রয় প্রার্থনা করেন।
ঘটনাটি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-র নজরে এলে তাঁরা দ্রুত পদক্ষেপ নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএসএফ সদস্যকে পরে তার বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে জানা গেছে।
Reference:
https://www.facebook.com/share/v/1AZFh17rgF/
0 Comments