শাদমান ইসলামের দ্বিতীয় সেঞ্চুরি ও ১০০০ টেস্ট রানের মাইলফলক
৩০ এপ্রিল ২০২৫
বাংলাদেশ জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান শাদমান ইসলাম আজ জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত এক ইনিংস খেলে তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন। একইসঙ্গে তিনি অতিক্রম করেছেন ১০০০ টেস্ট রানের গৌরবময় মাইলফলক।
চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিনে ধৈর্য্য ও নিখুঁত টেকনিকের মিশেলে সাজানো ইনিংসে শাদমান ১২০ রান করেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি চারের সৌন্দর্যে। এই ইনিংসের মধ্য দিয়েই তিনি মাত্র ২৬তম টেস্ট ম্যাচেই ছুঁয়ে ফেলেন ১০০০ রানের ঘর।
বাংলাদেশের ইনিংস মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে শাদমানের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তার এই সেঞ্চুরি দলের স্কোরবোর্ডে নিরাপদ সংগ্রহ গড়তে বড় অবদান রেখেছে।
ম্যাচ শেষে অধিনায়ক তার প্রশংসা করে বলেন, "শাদমানের এই ইনিংস আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করছে সে।"
শাদমান ইসলাম এখন বাংলাদেশি ওপেনারদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। তার এই অর্জন ক্রিকেটবিশ্বে নতুন করে আলোচনায় এনেছে তার নাম।
এই ইনিংসের মাধ্যমে শাদমানের আত্মবিশ্বাস যেমন বাড়বে, তেমনি আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ দলের শক্তি হিসেবে অবদান রাখার প্রত্যাশা থাকবে সমর্থকদের।
Reference:
0 Comments