আজকের পত্রিকা।
০৫ মে সোমবার ২০২৫
আজকের প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য সংবাদগুলো
এপরিবেশন করা হলো। বিশেষ দ্রষ্টব্যঃ সময়ের সাথে সাথে এই পেজটি
আপডেট হতে পারে।
প্রথম আলো
- কক্সবাজারে নতুন করে আসা ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন
মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাত, সহিংসতা ও খাদ্যসংকটের কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের হিসাবে, গত এক বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছেন।
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ার পেছনে রাখাইনে আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) মধ্যে সংঘর্ষকে বড় কারণ বলে জানিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা।তাঁরা বলছেন, গত কয়েক মাসে রাজ্যটিতে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
আরআরআরসির অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ১ মে পর্যন্ত উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরে রাখাইন রাজ্য থেকে নতুন করে পালিয়ে আসা ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন সম্পন্ন হয়েছে। গত এক বছরের ব্যবধানে সীমান্ত অতিক্রম করে তাঁরা বিভিন্ন আশ্রয়শিবিরে এসেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছেন গত বছরের জুন-জুলাই মাসে। নতুন করে আসা রোহিঙ্গাদের খাদ্যসহায়তা দেওয়া হলেও তাঁদের জন্য ঘর বরাদ্দের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
https://www.prothomalo.com/bangladesh/district/sgfw5ntulg
কালবেলা
ভুলে ভরা তদন্তে ‘খালাস’ প্রশ্নফাঁসের আসামিরা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় বহুল আলোচিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের মামলায় ৩০ আসামির সবাই ‘বিচারের আগেই খালাস’ পেয়ে গেছেন। চলতি বছরের মার্চে মামলাটির অভিযোগ গঠনের (চার্জ গঠন) দিনই তারা অব্যাহতি পান। এখন তারা বিমানের কাছে চাকরি ফিরে পেতে ধরনা দিচ্ছেন। চার্জশিটভুক্ত ৩০ আসামির ২৬ জনই ছিলেন বিমানের বিভিন্ন স্তরের কর্মী। সংশ্লিষ্ট আদালত সূত্র ও বিমান সূত্রে মিলেছে এ তথ্য।
২০২২ সালের ২১ অক্টোবর বিকেলে চালক, জুনিয়র এমটি মেকানিক ও জুনিয়র এয়ারকন মেকানিকসহ বেশ কয়েকটি পদে নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদনেও প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রমাণিত হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সদস্যরা প্রশ্নফাঁসে জড়িতদের গ্রেপ্তার করলে তাদের কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। ওই সময় ঘটনাটি নিয়ে তোলপাড় হয়।
https://www.kalbela.com/ajkerpatrika/firstpage/184829
বণিক বার্তা
দেশের কৃষিতে অচলায়তন
পাঁচ বছরে কৃষিজমি কমেছে ২ শতাংশ, চালের উৎপাদন বেড়েছে মাত্র ২%
বিশেষজ্ঞরা বলছেন, দেশের দুই-তিন ফসলি জমি নানাভাবে অকৃষিকাজে ব্যবহার হচ্ছে। অথচ আইনে কৃষিজমিকে অন্য কাজে ব্যবহারের সুযোগ নেই। কিন্তু সে আইনের কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। আর কৃষকের ন্যায্যমূল্যও বাজারের ওপর ছেড়ে দিলে হবে না। সরকারকে উদ্যোগী হয়ে মূল্যসহায়তা দিতে হবে। কেননা সিন্ডিকেটের সঙ্গে কৃষক পেরে ওঠেন না। এতে পরের বছর একই পণ্য উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলেন তারা।
নির্বাচন ইস্যুতে তৎপর বিদেশিরা
কবে ভোট প্রশ্ন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর দেখতে চায় সবাই
বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তৎপর হয়ে উঠেছেন বিদেশিরা। সরকারের প্রতিনিধি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে আগামী নির্বাচন নিয়ে জানতে চাইছেন তারা। মূলত নির্বাচনের সময় নিয়েই আগ্রহ দেখাচ্ছেন বিদেশিরা। এর পাশাপাশি কোন প্রক্রিয়ায় নির্বাচন হচ্ছে এবং এতে কোনো সহযোগিতা লাগবে কি না, তা নিয়েও কথা বলছেন তারা।
কূটনৈতিক সূত্র বলছে, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে পশ্চিমা থেকে পুবের প্রায় প্রতিটি রাষ্ট্রের। সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের বিষয়েও জোরালো সমর্থন দিয়েছে বিশ্বের ক্ষমতাশালী রাষ্ট্রগুলো। সংস্কারের প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার প্রস্তাবও দিয়েছিলেন কেউ কেউ। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার নয় মাসের মাথায় নির্বাচনের টাইমলাইন নিয়ে সংশয় তৈরি হয়েছে দেশের অভ্যন্তরেই। এ কারণেই প্রতিটি আলোচনাতেই কবে নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানতে চাইছেন বিদেশিরা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্প্রতি বলেছেন, যেসব দেশে গণতন্ত্রের চর্চা নেই সেসব দেশও বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চায়। এ সরকার তো নিজে থেকে বলেছে, যথাশিগগির সম্ভব দায়িত্ব শেষ করে নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া এ সরকারের অঙ্গীকার। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এক ধরনের স্থিতিশীলতা, এক ধরনের অনুমাননির্ভরতা থেকে তারা নির্বাচনের সময় জানতে চাইতে পারেন। কারণ, বিনিয়োগের প্রশ্ন আছে। তারা জানতে চাইতে পারেন, কী রকম পরিস্থিতি হবে বা কখন নতুন সরকার আসবে। এটা নিজেদের স্বার্থে তারা জানতে চাইতে পারেন।
আজকের পত্রিকা
অনিয়মের সিঁড়ি বেয়ে নির্মাণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিনটি ভবন নির্মাণে অনিয়ম পেয়েছে শিক্ষা অডিট অধিদপ্তর । ১৬০ কোটি টাকার বেশি ব্যয়ে এসব ভবন নির্মাণে কোনো প্রকল্প করা হয়নি । অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্রও নেওয়া হয়নি । খরচ করা হয়েছে কর্তৃপক্ষের ‘ ইচ্ছেমতো ' । নিরীক্ষার তথ্য অনুযায়ী , সব মিলিয়ে দুই অর্থবছরে এই বিশ্ববিদ্যালয়ে ১০ টি অনিয়মে সরকারের আর্থিক ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ ৬২ হাজার ৬১৭ টাকা । বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ( সিএজি ) অধীন শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়ম ও আর্থিক ক্ষতির কথা বলা হয়েছে । প্রতিবেদনে ওই টাকা আদায়ের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব সম্পর্কিত ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরের এই অডিট ইন্সপেকশন রিপোর্ট সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিতে পাঠানো হয়েছে । নিরীক্ষা প্রতিবেদনটি তৈরি করা হয়েছে ২০২২-২৩ অর্থবছরে । নির্মাণে অনিয়ম পাওয়া ভবনগুলো হলো সিনেট অ্যান্ড আইসিটি ভবন , ডরমিটরি ভবন , স্টাফ কোয়ার্টার অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়
পরিবহনের এনায়েত উল্লাহ লুটে নিয়েছেন হাজার কোটি টাকা
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় রাতভর অভিযান, আটক ৭০
সোমবার (৫ মে) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের প্রায় সবাই আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বলে পুলিশের দাবি।
জানা গেছে, হাসনাত আবদুল্লাহর উপর হামলার পর রোববার রাত থেকেই থানা পুলিশ ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায়।
এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে দুইজনকে আটক করে পুলিশ। তারা হলেন, গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহসেদ দিপু।
https://www.ittefaq.com.bd/730370/
0 Comments