দফা দাবিতে  জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামির বিক্ষোভ সমাবেশে

 


আজ ২৩ মে ২০২৫ তারিখ   দফা দাবিতে  জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামির বিক্ষোভ সমাবেশে মামুনুল হক  বলেনঃ প্রফেসর : ইউনুস সাহেব জাতির অবিভাবকত্তের  দায়িত্ব গ্রহণ করেছেন , আমাদের সেনা প্রধান বাংলাদেশের অন্যতম স্তম্ভ ,যার যার জায়গা থেকে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন , আপনারা বেক্তিগত কোনো অভিমান এবং ক্ষোভ থেকে এদেশের ১৮ কোটি মানুষের স্বপ্নকে ফিকে হতে দিতে পারেন না

 

দফা দাবিগুলো হলো  : ১.নারী কমিশনার প্রস্তাবনা বাতিল করে বিতর্কিত এই নারী কমিশনকে বাতিল ঘোষণা করা,

২. হেফাজতে ইসলামের সকল নেতা কর্মীদের নাম ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা বানোয়াট মামলাগুলো প্রত্যাহার করা,

৩.  হেফাজতে ইসলামের শাপলা চত্বরের গণহত্যা সহ ফ্যাসিবাদী আমলের প্রতিটি হত্যাকাণ্ডের নয় বিচার নিশ্চিত করা এবং

৪.  ভারত ফিলিস্তিনে মুসলিম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা 

 বিশেষ সহকারী